আমার কথা – সত্যেন্দ্রনাথ বসু

150

মূল লেখা – আচার্য সত্যেন্দ্রনাথ বসু।       অনুলিখন – পূর্ণিমা সিংহ।        প্রকাশক – বঙ্গীয় বিজ্ঞান পরিষদ

বিশ্ববরেণ্য বিজ্ঞানী, বোস-আইনস্টাইন পরিসংখ্যান এবং বোসন কণার আবিস্কারক আচার্য সত্যেন্দ্রনাথ বসুর আত্মজীবনীমূলক এই বইটি অনুলিখন করেছেন শ্রীমতি পূর্ণিমা সিংহ।

ডঃ পূর্ণিমা সিংহ এবং পূর্ণিমা সিংহের স্বামী বিশিষ্ট নৃবিজ্ঞানী সুরজিৎ সিংহকে তিনটি পর্যায়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তখন তাঁর বয়স ৮০ চলছে। স্মৃতি সজীব। তিন পর্যায়ে সত্যেন্দ্রনাথ তাঁর পরিবার, বিজ্ঞানের জগৎ এবং সমাজ-রাজনীতি-দর্শন ইত্যাদি বিষয়ে কথা বলেছেন, মতামত দিয়েছেন।

ঘরোয়া আড্ডার মেজাজে সত্যেন্দ্রনাথ যা কিছু বলেছেন, ডঃ সিংহ অনুলিখনের সময় সব কিছু হুবহু বজায় রেখেছেন—এমনকি সত্যেন্দ্রনাথের নিজস্ব বাক্রীতির কিছু মুদ্রা দোষ এবং উত্তর কলকাতার নিজস্ব বাচনভঙ্গীটিও।

তারপরই এসেছে প্যারিস ও বার্লিনের প্রসঙ্গ। বিভিন্ন বিজ্ঞানীরা ছিলেন সত্যেন্দ্রনাথের বন্ধু, সতীর্থ-সহকর্মী। বিশ-ত্রিশের দশকের জার্মানি—তার অর্থনৈতিক দুরবস্থা—হিটলারের উত্থান–নাৎসিদের দ্বারা ইহুদি দমন—আইনস্টাইন—সবই তাঁর কথায় এসেছে।

এই বইয়ের সবচেয়ে আকর্ষণীয় হল শেষ সাক্ষাৎকারটি। কি নেই যা নিয়ে সত্যেন্দ্রনাথ মতামত দেননি !

সত্যেন্দ্রনাথের কি ঈশ্বরে বিশ্বাস ছিল? তিনি কি জ্যোতিষে বিশ্বাস করতেন? বন্ধু দিলীপকুমার রায় তাঁকে কতটা এ ব্যাপারে প্রভাবিত করেছিল? এ সব নিয়ে তিনি খোলাখুলি মতামত জানিয়েছেন।

সত্যেন্দ্রনাথ বসুর উপরে অনেক বই প্রকাশিত হয়েছে। বঙ্গীয় বিজ্ঞান পরিষদ তাঁর রচনা সংকলনও প্রকাশ করেছে। কিন্তু “আমার কথা”-য় সত্যেন্দ্রনাথের যে অকপট পরিচয় আমরা পাই, তা আর কোথাও পাওয়া যাবে না ।

or

সত্যেন্দ্রনাথ বসুর জন্ম হয় ১৮৭৯ সালের ১ জানুয়ারি, কলকাতায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯২২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ১৯৪৫ সাল পর্যন্ত সেখানে ছিলেন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করেন। সত্যেন্দ্রনাথ বসুর সবচেয়ে বড় অবদান হলো বোস-আইনস্টাইন পরিসংখ্যানের ধারণা, যা আলবার্ট আইনস্টাইন (Albert Einstein) এর সাথে তৈরি করেছিলেন। এই পরিসংখ্যানের মাধ্যমে বিজ্ঞানীরা নতুনভাবে কণা এবং তাদের আচরণ নিয়ে গবেষণা করতে পারেন।  তিনি শান্তিনিকেতনের উপাচার্য (১৯৫৬-৫৮) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যু হয় ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি, কলকাতায়। 

Reviews

There are no reviews yet

Be the first to review “আমার কথা – সত্যেন্দ্রনাথ বসু”

Your email address will not be published. Required fields are marked

Questions and Answers

You are not logged in