ওনার অন্যান্য নির্মেদ পুস্তিকাগুলোর মতো এটিও খুব সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা, সেইসঙ্গে বিজ্ঞানের তত্ত্ব ও তথ্যের বিশ্বস্ত আকর। বাঙালি বিজ্ঞানপিপাসুদের সবার এগুলো পড়ে নেওয়া উচিত। বিশেষ করে যাঁরা বিজ্ঞানের তথাকথিত ছাত্রছাত্রী নন তাঁদের জন্য এ-বই অপরিহার্য।
(0)(0)
Rated 5 out of 5
Atindra –
খুব ঝরঝরে লেখা। গল্পের মত এক নিঃশ্বাসে পড়ে নেওয়া যায়। এত সহজ সরল ব্যাখ্যা যে আমাদের মত অবিজ্ঞানী মানুষও বুঝতে পারে।
Anirban De –
ওনার অন্যান্য নির্মেদ পুস্তিকাগুলোর মতো এটিও খুব সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা, সেইসঙ্গে বিজ্ঞানের তত্ত্ব ও তথ্যের বিশ্বস্ত আকর। বাঙালি বিজ্ঞানপিপাসুদের সবার এগুলো পড়ে নেওয়া উচিত। বিশেষ করে যাঁরা বিজ্ঞানের তথাকথিত ছাত্রছাত্রী নন তাঁদের জন্য এ-বই অপরিহার্য।
Atindra –
খুব ঝরঝরে লেখা। গল্পের মত এক নিঃশ্বাসে পড়ে নেওয়া যায়। এত সহজ সরল ব্যাখ্যা যে আমাদের মত অবিজ্ঞানী মানুষও বুঝতে পারে।