আধুনিকতম বিজ্ঞান ও প্রযুক্তিকে জানতে বুঝতে, পাঠকের বিজ্ঞান নিয়ে পড়াশুনা থাকতে হবে এরকম ধারণা ভাঙ্গাই লেখকের মূল উদ্দেশ্য।
সহজ সর্বজনবোধ্য ভাষায় লেখা, তিনটি কাহিনী বইটিতে আছে ‘লেজারের আলো’, ‘কম্পিউটারের কাজকর্ম’ এবং ‘রিলেটিভিটির গল্প’। । সাধারণ মানুষ বিশেষত ছাত্রছাত্রীদের মধ্যে এ ধরনের বিষয় সম্বন্ধে জানার আগ্রহ উসকে দিতে, বইটিতে, —অত্যন্ত উপযুক্ত সহজ উদাহরণের মধ্যে দিয়ে, বিষয়গুলি সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কাহিনীগুলির তথ্যবহুল স্বচ্ছন্দগামিতা মুগ্ধ করার মত।
প্রথম রচনা ‘লেজারের আলো’-কথা এবং ঢেউ পারস্পরিক রূপান্তর, এদের চরিত্র বিশ্লেষণ আলোর বিশ্লেষণ থেকে লেসার আলোর উৎপত্তি, ব্যবহার।
ব্রম্ভাণ্ডের সব কিছুই আসলে পদার্থ ও শক্তি। যা আসলে সার্বিকভাবে ভিন্ন ভিন্ন প্রকাশ। পদার্থ ও শক্তি আবার আলাদা কিছু না। এটা বোঝার জন্য আলোকে বোঝার থেকে ভালো উদাহরণ খুব কম আছে। লেজারের আলো সেই ইউনিভার্স বোঝার জন্য একটি অসাধারণ বই।
লেখক যদিও লিখেছেন যারা বিজ্ঞান নিয়ে পড়েন নি, তারাও যাতে বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়গুলি সহজভাবে বুঝতে পারেন তার জন্য এই বই। আমার মনে হয় বিজ্ঞান নিয়ে যারা পড়ছে, ছোটোদের জন্যও এটি একটি অসাধারণ বই। কোনও রকম প্রারম্ভিক জ্ঞানের আবশ্যিকতা ছাড়াই এই বই পড়া যায়। এই ভাবনা, লিখনি ও জটিল বিষয় সহজ করে বোঝানোর জন্য ব্যবহৃত উদাহরণ চমতকৃত করবেই, যারা বিজ্ঞান পড়াবেন তারাও অনেক উদাহরণ হিসাবে পাবেন।
সফি মল্লিক –
ব্রম্ভাণ্ডের সব কিছুই আসলে পদার্থ ও শক্তি। যা আসলে সার্বিকভাবে ভিন্ন ভিন্ন প্রকাশ। পদার্থ ও শক্তি আবার আলাদা কিছু না। এটা বোঝার জন্য আলোকে বোঝার থেকে ভালো উদাহরণ খুব কম আছে। লেজারের আলো সেই ইউনিভার্স বোঝার জন্য একটি অসাধারণ বই।
লেখক যদিও লিখেছেন যারা বিজ্ঞান নিয়ে পড়েন নি, তারাও যাতে বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়গুলি সহজভাবে বুঝতে পারেন তার জন্য এই বই। আমার মনে হয় বিজ্ঞান নিয়ে যারা পড়ছে, ছোটোদের জন্যও এটি একটি অসাধারণ বই। কোনও রকম প্রারম্ভিক জ্ঞানের আবশ্যিকতা ছাড়াই এই বই পড়া যায়। এই ভাবনা, লিখনি ও জটিল বিষয় সহজ করে বোঝানোর জন্য ব্যবহৃত উদাহরণ চমতকৃত করবেই, যারা বিজ্ঞান পড়াবেন তারাও অনেক উদাহরণ হিসাবে পাবেন।